Tuesday, February 4, 2020

মাওলানা জুবায়ের আজহার ফারুকী
কথিত এই শায়খের নাম #আলী হাসান ওসামা, খারেজীদের আক্বিদা লালন করে।নিজেকে একমাত্র‍ তৌহিদবাদী মনে করে আর অন্যরা সবাই মুরতাদ! তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী।
বর্তমানে বাংলাদেশের তরূণ সমাজকে সে মিস গাইড করে সন্ত্রাসবাদের দিকে নিয়ে যাচ্ছে!!
”পবিত্র জিহাদের” অপব্যাখ্যার মাধ্যমে। বড় বড় আকাবিরে উলামার শানে গোস্তাখি তার মজ্জাগত স্বভাবে পরিনত হয়েছে।
বেফাক কর্তৃক জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরোদ্ধে পথসভা ও সরণ কালের সবচে বড় মানববন্ধন করার কারণে কারো কারো বিরোদ্ধে ওয়াজিবুল কতল বলে ফতোয়া দিয়েছে।
কথিত গণতন্ত্র একটি কুফরি মতবাদ!
এটা তার দাবী। আর দাবীকে কেন্দ্র করে,
বাংলাদেশে আমাদের কওমী ওলামায়ে কেরাম যে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করছেন, তার কারণে নাকি সবাই মুরতাদ হয়ে গেছে।
এনায়েতুল্লাহ্ আব্বাসী সাহেব যেমন কাফের দেখার চশমা পরেছেন, তেমনি আলী হাসান ওসামা সাহেবও মুরতাদ দেখার চশমা পরেছে।
তাই, স্বজাতির কাছে অনুরোধ, এই সকল বিপদগামী খারেজী থেকে সাবধান থাকুন। কারণ, তার পূর্বপুরুষ খারেজিরাই কিন্তু হযরত আলী রাঃ কে মুরতাদ ফতোয়া দিয়েছিল এবং শহীদ করেছিল।
বর্তমান সে রাজবাড়ি জেলার ভাজনচালা কওমী মাদরাসায় হাদীসের ওস্তাদ।
রাজবাড়িতেও ইদানীং বিভিন্ন আলেম সমাজের মাঝে বিতর্কিত হয়েছে। কিছু দিন আগে রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার খানখানাপুরে একটি মাহফিলে প্রধান মেহমান ছিলেন ঢাকার মুফতী শামিম আল আরকাম সাহেব, আর বিশেষ বক্তা ছিলো মিষ্টার আলী হাসান ওসামা, উক্ত মাহফিলে আলি হাসান ওসামা হক্কানী পীর মাশায়েখ দের সম্পর্কে বিভিন্ন বাজে কথা বলেছে,এবং ইসলামি রাজনীতি নিয়েও অপপ্রচার করেছে আলী হাসান ওসামা। জিকির আযকার সম্পর্কেও অপব্যাখা করেছে বিশেষ করে পীর সাহেব চরমোনাই কে টার্গেট করে।
Share:

Monday, January 28, 2019

Akash prem


Share:

Sunday, January 18, 2015







Share:

Share:

BTemplates.com

Powered by Blogger.